বুধবার | ২৫ ডিসেম্বর, ২০২৪

মহালছড়িতে ডিজিটাল উদ্ভাবনী মেলা এর সমাপণী অনুষ্ঠিত

প্রকাশঃ ১০ নভেম্বর, ২০২২ ০৭:২৩:৩০ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ১২:২৭:৫১  |  ৬৫৫

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সারাদিন ব্যাপী এই ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্থরের জনসাধারণ অংশগ্রহণ করে।


ডিজিটাল উদ্ভাবনী মেলায় মহালছড়ি উপজেলার মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়, মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মাইসছড়ি উচ্চ বিদ্যালয়, খুলারাম পাড়া উচ্চ বিদ্যালয়, বৌদ্ধ শিশু ঘর স্কুল এন্ড কলেজ তাদের স্ব স্ব প্রজেক্ট প্রদর্শন করে।


এছাড়াও উপজেলার, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক এবং মহালছড়ির সদর ইউপি সহ উপজেলার সকল ইউপি তাদের স্ব স্ব ডিজিটাল কার্যক্রম প্রদর্শন করে।


পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, মহালছড়ি উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শামসুল আলম, কৃষি অফিসার বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions