শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে অভিযানের মুখে গণপরিবহন সংকটে ভোগান্তি

প্রকাশঃ ০১ অগাস্ট, ২০২২ ০১:৫০:৫৫ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৬:৫১:৩৩  |  ৬১২

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি পৌরসভা এলাকায় চলাচল করা ব্যাটারি চালিত অটোরিক্সায় শৃঙ্খলা আনতে অভিযান চলছে। সকাল থেকে পৌরসভা কার্যালয়ের সামনে লাইসেন্স বিভাগের কর্মীরা অভিযান শুরু করেন।

 

অটোরিক্সার লাইসেন্স নবায়ন না থাকা ডান পাশ বন্ধ না থাকায় শতাধিক অটোরিক্সা জব্দ করা হয়। হঠাৎ করে পৌর কর্তৃপক্ষের অভিযানে অটোরিক্সা জব্দ খবর ছড়িয়ে পড়লে সড়ক গুলো গণপরিবহন শুন্য হয়ে পড়ে। এতে করে স্কুল কলেজের শিক্ষার্থী বিভিন্ন কাজে বের হয়ে লোকজনদের গন্তব্য পৌঁছতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। পৌরসভার কর্মীদের পাশাপাশি অটোরিক্সার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিশৃঙ্খলার চেষ্টাকালে পুশিশ কয়েকজনকে আটক করে। সময় শ্রমিকদের মাঝে হাতাহাতির ঘটনাও ঘটে। 

 

খাগড়াছড়ি পৌরসভার মেয়র জানান, যানজট দুর্ঘটনা মুক্ত শহর গড়তে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গত বছর থেকে চেষ্টা চলছে। করোনা লক-ডাউনের কারণে উদ্যোগ মাঝখানে বন্ধ থাকলেও আবার শুরু হয়েছে। গেল জুন মাস থেকে বিষয়ে সর্তক করে প্রচারণাও করা হয় 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions