শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে অবৈধ ভাবে সয়াবিন মজুতের দায়ে অর্থদন্ড

প্রকাশঃ ১২ মে, ২০২২ ০৯:৩৫:৪১ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০৯:১৫:৪০  |  ৫৭৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে অবৈধ ভাবে ৩ হাজার ৭ শ লিটার বোতলজাত সয়াবিন তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি বাজারের গুদামে অভিযান চালিয়ে কাটন ভর্তি তেল উদ্ধারের পর ভ্রাম্যমান আদালতে এ সাজা দেয়া হয়। পরে খোলা বাজারে বোতালের গায়ে নির্ধারিত মূল্যে এসব তেল বিক্রী করা হয়।

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে এম ইয়াসির আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে মজুতের বৈধ লাইসেন্স ব্যতীত ৩ হাজার ৭ শ লিটার বোতলজাত সয়াবিন উদ্ধার করা হয়। এ সময় ব্যবসায়ী মো. নিজাম উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদ- ও খোলা বাজারে পণ্য বিক্রীর নির্দেশ দেয়া হয়। নিত্য পণ্যের বাজার অস্থিতিশীল করতে যারা চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, গত শুক্রবার রামগড়ের ৪ টি গুদামে অভিযান চালিয়ে ৫৭ হাজার লিটার সয়াবিন তেল অবৈধ ভাবে মজুতের অপরাধে দুই ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এছাড়া গত সোমবার আরেকটি অভিযানে গুইমারা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সয়াবিন তেলের অতিরিক্ত খুচরা মূল্য নেয়ার দায়ে তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions