মঙ্গলবার | ২৪ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে সঞ্চয় দিবস পালিত

প্রকাশঃ ০৭ এপ্রিল, ২০১৮ ০৯:৪০:৪৭ | আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ ০১:৫৯:৪৭  |  ৯২৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। “চলো সবাই সঞ্চয় করি, ডিজিটাল বাংলাদেশ গড়ায় সহায়তা করি” এই প্রতিপ্রাদ্য বিষয় নিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে সঞ্চয় সপ্তাহ।

জেলা প্রশাসন ও জেলা সঞ্চয় অফিস এর আয়োজনে শনিবার সকাল সাড়ে ৯ ঘটিকায় খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ ফিতা কেটে র‌্যালির উদ্বোধন করেন এডিশনাল সার্কেল এএসপি আব্দুল আওয়াল, জেলা সঞ্চয় কর্মকর্তা সমুৎসু যশ চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. বৌধিসত্ত্ব দেওয়ান।

র‌্যালিটি টাউন হল প্রঙ্গণ হতে বের হয়ে জেলা শহরের শাপলা চত্ত্বর ঘুরে এসে জেলা শিল্পকলা একডেমিতে এসে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

জেলা সঞ্চয় কর্মকর্তা সমুৎসু যশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এডিশনাল সার্কেল এএসপি আব্দুল আওয়াল। এসময় তিনি ছাত্র-ছাত্রীদের সঞ্চয় করার জন্য উদ্বুদ্ধ  করেন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. বৌধিসত্ত্ব দেওয়ান। এছাড়াও সরকারী দফতরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উন্নয়ন কর্মী, জেলা শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা র‌্যালিতে অংশ গ্রহন করেন।


খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions