শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪

রামগড় পৌর মেয়রের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা

প্রকাশঃ ২৩ নভেম্বর, ২০২০ ১১:৩৭:৫৬ | আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৪ ০৮:০০:০৫  |  ৮০০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির রামগড়ে পারিবারিক বিরোধের জেরে পৌর মেয়র কাজী শাহজাহান রিপনের দুই ভাই আহত হওয়ার ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। সোমবার রামগড় থানায় মামলা দু’টি গ্রহণের কথা স্বীকার করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সামসুজ্জামান।

পুলিশ জানায়, রামগড় পৌর মেয়র কাজী শাহজাহান রিপন সহ পরিবারের ৪ জনকে আসামী করে তার ছোট ভাই কাজী শাহেদ হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা করেন। এদিকে, মেয়রের আরেক ছোট ভাই কাজী শিপন বাদী হয়ে কাজী শাহেদ ও কাজী সাইফুল ইসলাম শিমুল সহ ৪ জনকে আসামী করে পাল্টা মামলা করেন। দুটি অভিযোগই গ্রহণ করে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলছেন পুলিশ।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর রাতে রামগড়ের সোনাইপুল এলাকার নিজ বাড়িতে পৈত্রিক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মেয়রের ছোট ভাইদের মধ্যে বাকবিতন্ডা হয়। যার একপর্যায়ে একে অপরকে অস্ত্র ও দাঁ দিয়ে আঘাত করে। এতে একজন গুলিবিদ্ধ ও অপরজন মাথায় আঘাত পায়।


খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions