রবিবার | ১৯ মে, ২০২৪

জুরাছড়িতে নারীর ক্ষমতায়ন বিষয়ক ইনসেপশন সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ০৭ অক্টোবর, ২০২০ ০৫:০২:৪০ | আপডেটঃ ১৯ মে, ২০২৪ ০২:০১:৩৪  |  ১০৬১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির জুরাছড়িতে নারীর ক্ষমতায় বিষয়ক ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জুরাছড়ি উপজেলা পরিষদ মিলনয়াতনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন প্রোগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আলপনা চাকমা ও শিক্ষা অফিসার কৌশিক খীসা।
এছাড়া নারীর ক্ষমতায়ন প্রকল্পের সমন্বয়কারী তন্বী দেওয়ান, প্রকল্প সমন্বয়কারী ( OLOHOF)  সুব্রত খীসা, সুপ্তি দেওয়ান (PF&AP) নারীর ক্ষমতায়ন প্রকল্পের ফিল্ড কর্মকর্তা ষ্টীনা চাকমা, , কোহেলী চাকমা, উত্তরন চাকমাসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে পাহাড়ের নারীরা আগের চেয়ে অনেক এগিয়ে গেছে, প্রোগ্রেসিভ সংস্থার সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে আরো অনেক এগিয়ে যাবে।  তাছাড়া কিশোর কিশোরীদের বয়:সন্ধিকালে বিভিন্ন সমস্যা সম্মুখীন হয়, এসব পোগ্রামের মাধ্যমে তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে। 

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের অর্থায়নে নারীর ক্ষমতায় শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions