মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাত সকাল ৮ টায়

প্রকাশঃ ৩১ জুলাই, ২০২০ ০৬:০৬:৪৪ | আপডেটঃ ১৭ মার্চ, ২০২৪ ১২:২০:২২  |  ৮৬৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে স্ব স্ব এলাকার মসজিদে এবারও ঈদ আযহার জামাত অনুষ্ঠিত হবে।

খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, বায়তুশ শরফ জামে মসজিদ, কালেক্টর জামে মসজিদ সহ নয় উপজেলার প্রত্যেক মসজিদে মসজিদে ঈদ জামাতের আয়োজন করতে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

এ ছাড়া কোরবানি পশু জবাই ও পরবর্তীতে বর্জ্য অপসারণে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অনুসরণে জনগণকে অনুরোধ করা হয়েছে স্থানীয় প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম জানান, প্রতিবছরের মতো এ বছরও কোরবানি পরবর্তী সময়ে বর্জ্য অপসারণে প্রস্তুতি রাখা হয়েছে। স্বেচ্ছাসেবক ও পরিচ্ছন্নতা কর্মীরা নিয়োজিত থাকবেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions