শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সিভিল সার্জনকে চিকিৎসা সরঞ্জাম দিলেন দীপংকর তালুকদার এমপি

প্রকাশঃ ১২ জুলাই, ২০২০ ০৩:৩২:৩০ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৭:২৩:১৭  |  ১১৮৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনা মহামারিতে রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে রাঙামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার হাতে চিকিৎসা সরঞ্জাম তুলে দিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

আজ সকালে রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি’র নিজস্ব কার্যালয়ে করোনাকালীন সময়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির পক্ষ থেকে দেয়া এইসব চিকিৎসা সামগ্রী রাঙামাটি সিভিল সার্জনের হাতে তুলে দেয়া হয়।

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এসময় খাদ্য মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষের জীবন-জীবিকা রক্ষায় আমরা নিয়োজিত আছি এবং যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আমরা বিশ্বাস যে, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির পক্ষ থেকে দেয়া সময়োপযোগী চিকিৎসা সহায়তা রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগকে করোনা মহামারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সাহায্য করবে।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions