শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪

রাঙামাটি সদর উপজেলা বিএনপির উদ্যেগে ত্রাণ বিতরণ

প্রকাশঃ ০২ এপ্রিল, ২০২০ ১০:১৮:১১ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৮:৫৩:৩৪  |  ৮১৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি সদর বিএনপি।

সদর উপজেলা বিএনপির উদ্যেগে আজ শহরের তবলছড়ি, এস পি অফিস এলাকা, কাঁঠালতলী, পাবলিক হেলথ, হাসপাতাল এলাকা ভেদভেদীতে মোট ১৫০ পরিবারকে ৩ কেজি চাল, আলু ২ কেজি, ১ কেজি ডাল ও তেল  ১ কেজি করে ত্রাণ দেয়া হয়।

ত্রাণ বিতরণকালে রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মামুনুর রশীদ মামুন, সাধারন সম্পাদক মুজিবুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ বলেন, আমরা সদর বিএনপি থেকে আমাদের সাধ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করেছি, তিনি বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions