শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

কাপ্তাইয়ে সেনাবাহিনীর প্রচারণা

প্রকাশঃ ২৬ মার্চ, ২০২০ ১১:০৭:৩৩ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৫:৪৯:১৯  |  ৮৯৮
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে চালানো হয় এ প্রচারণা।

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার দাশ, ক্যাপ্টেন সাকিব, কাপ্তাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন সহ আরও অনেকে।

জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসময় তারা বলেন, বাড়ির বাহিরে জরুরী প্রয়োজন ছাড়া বের হওয়া যাবেনা। নিজেকে নিরাপদে রাখতে মুখে মাকস ও হাতে গ্লাবস পরিধান করতে হবে। হাত ভালো করে ধৈত করা সহ সর্বনিম্ন ৩ফুট দুরত্বে অবস্থান করে অন্যের সঙ্গে কথা বলতে হবে। সরকারি নির্দেশ অমান্য করে কোন দোকানপাট খোলা রাখা যাবেনা।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions