রবিবার | ১৯ মে, ২০২৪
রাঙামাটিতে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের সফর

পার্বত্যাঞ্চলে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে সহযোগিতা অব্যাহত থাকবে

প্রকাশঃ ০৩ মার্চ, ২০২০ ১১:৩৫:৩০ | আপডেটঃ ১৭ মে, ২০২৪ ১০:২৮:২৬  |  ১৯৬৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভ্যারিউজ বলেছেন বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের নারী ও কিশোরীদের স্বাস্থ্য উন্নয়নে,নারী সহিংসতা প্রতিরোধ ও নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে নেদারল্যান্ড সরকার সহযোগিতা অব্যাহত থাকবে।

মঙ্গলবার দুপুরে আমাদের জীবন,আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ প্রকল্পের কার্যক্রম দেখতে রাঙামাটিতে সফরে এসে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ কার্যালয় পরিদর্শন ও  স্থানীয় এনজিও কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় এ কথা বলেন।

নেদারল্যান্ড ভিক্তিক আর্ন্তজাতিক দাতা সংস্থা সীমাবির আর্থিক সহায়তায় পার্বত্য চট্টগ্রামে নারী ও কিশোরীদের স্বাস্থ্য উন্নয়নে,নারী সহিংসতা প্রতিরোধসহ নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে স্থানীয় এনজিওদের  মাধ্যমে ৫ বছর মেয়াদী এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

মত বিনিময় সভায় ইউএনডিপি-সিএইচটিডিপি প্রকল্পের সহকারী পরিচালক প্রসেনজিত চাকমা, ঐশ্বর্য্য চাকমা ও নেদারল্যান্ড দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নেদারল্যান্ড ভিক্তিক আর্ন্তজাতিক দাতা সংস্থা সীমাবির আর্থিক সহায়তায় নারী প্রগতি সংঘের সহায়তায় তিন পার্বত্য জেলায় ১০টি বেসরকারী উন্নয়ন সংস্থা এ প্রকল্পের  মাধ্যমে পার্বত্য নারী ও কিশোরীদের স্বাস্থ্য  উন্নয়ন, ক্ষমতায়ন ও নারী সহিংসতা প্রতিরোধে কাজ করবে। এর মধ্যে রাঙামাটি জেলায় উন্নয়ন সংস্থা প্রগ্রেসিভসহ  চারটি এনজিও দশ উপজেলায় কাজ করছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions