শনিবার | ১৮ মে, ২০২৪
রাঙামাটি

সদর উপজেলায় প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ

প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২০ ০৫:৫৭:৫১ | আপডেটঃ ১৮ মে, ২০২৪ ০৩:১৫:৫৪  |  ৭৬৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামটি। রাঙামাটি সদর উপজেলা প্রশাসন কর্তৃক রাঙামাটি প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে প্রতিবন্ধী স্কুল মিলনায়তনে প্রতিষ্ঠানটির পরিচালক ও রাঙামাটির বিশিষ্ট সমাজসেবক নুরুল আবছারের সভাপতিত্ব কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মাকছুদ আহম্মদও সাংবাদিক এম. কামাল উদ্দিন।

কম্বল বিতরণকালে প্রধান অতিথি ইউএনও উপমা বলেন,প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, প্রতিবন্ধীরাও এ সমাজের মানুষ। প্রতিবন্ধীদের কোন ভাবেই অবহেলা করা যাবে না। একজন স্বাভাবিক শিশুকে যে ভাবে আদর যত্ন দিয়ে বড় করা হয় ঠিক একজন প্রতিবন্ধী শিশুকে আরো বেশী আদর যত্ন দিয়ে গড়ে তুলতে হবে। প্রতিবন্ধীরাও বড় হয়ে মানব সম্পদ রুপে  দিয়ে দেশের সেবায় এগিয়ে আসবে। তবে তাদের সে ভাবে গড়ে তুলতে হবে।

প্রধান অতিথি উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রতিবন্ধীদের জন্য প্রায় ৬০-৭০টি কম্বল বিতরণ করেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions