মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

খাগড়াছড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রকাশঃ ২১ নভেম্বর, ২০১৯ ০৭:১২:১৩ | আপডেটঃ ১৬ মার্চ, ২০২৪ ১১:৫৭:০৬  |  ৯৯৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় দেয়। ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ময়না আক্তারকে হত্যার দায়ে স্বামী রবিউল ইসলামকে মৃত্যুদ- ছাড়া এক লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করে আদালত।

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো জানান, আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী ও রাষ্ট্র পক্ষের ১৫ জনের সাক্ষ্যতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রবিউল ইসলামকে মৃত্যুদ- ও এক লক্ষ টাকার অর্থদ-ে দ-িত করে। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষ।

জানা যায়, ২০১৬ সালের ২৫ আগস্ট রাতে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার কেয়াংঘাট নতুনপাড়া গ্রামে অন্তঃসত্ত্বা ময়না আক্তারকে বসত বাড়ির পেছনের একটি পাহাড়ে নিয়ে গলায় ওড়না পেছিয়ে শ^াসরোধ করে হত্যা করে স্বামী রবিউল ইসলাম। গর্ভপাত করতে রাজি না হওয়ায় বাক বিতন্ডতার একপর্যায়ে স্ত্রীকে হত্যা করে রবিউল ইসলাম।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions