শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

সীতাকুন্ডে দুই ত্রিপুরা কিশোরী হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

প্রকাশঃ ১৯ মে, ২০১৮ ০৯:১৮:৫৮ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০৬:২০:২৪  |  ৮০৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। চট্টগ্রামের সীতাকুন্ডে দুই ত্রিপুরা কিশোরীকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ হয়েছে। ইউপিডিএফসমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের ব্যানারে  শনিবার
বিকেলে খাগড়াছড়ি সদরের স্বণির্ভর বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভকারীরা চেঙ্গী স্কোয়ার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশ করে।

পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপি'র খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পিসিপির খাগড়াছড়ি জেলা সভাপতি তপন চাকমা,গণতান্ত্রিক যুব ফেরামের খাগড়াছড়ি শাখার সভাপতি বরুণ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি শাখার সদস্য এন্টি চাকমা।

বক্তারা বলেন, ধর্ষণের বিচার না হওয়ায় পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে,ধর্ষণ,খুন,অপহরণের ঘটনা বেড়েই চলেছে। চট্টগ্রামের সীতাকুন্ডে দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions