মঙ্গলবার | ২১ মে, ২০২৪

জুরাছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশঃ ২৬ অক্টোবর, ২০১৯ ০৭:৫২:৫১ | আপডেটঃ ১৯ মে, ২০২৪ ০৯:৩০:৩৬  |  ৯৯৯
সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। ‘‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে জুরাছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

শনিবার জুরাছড়ি থানা ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় থানা ফটক হতে র‌্যালী বের করে র‌্যালীটি যক্ষা বাজারে এসে শেষ হয়। যক্ষা বাজারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, রাধা কৃষ্ণ হরি মন্দিরের সভাপতি মদন মোহন নাথ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক তপন কান্তি দে, মটর সাইকেল সমিতির যুব নেতা ইমন চাকমা প্রমূখ।

এ সময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, জুরাছড়িতে বিরাজমান শান্তি পূর্ন পরিবেশ বিনষ্ট্য করতে একটি চক্র বিভিন্ন ভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিরোধ করতে আইন শৃংখলা বাহিনীর পাশা পাশি কমিউনিটি পুলিশিং ফোরামের সজাগ দৃষ্টি রাখতে হবে।

এ সময় বক্তারা আরো বলেন, কমিউনিটি পুলিশিয়ের মাধ্যমে গ্রামে অপরাধ মুলক কর্মকান্ড কমে এসেছে। কমে যাচ্ছে বাল্য বিবাহ প্রথাও। এছাড়াও  কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে খুব সহজে সাধারণ জনগন পুলিশের সহযোগিতা পায়।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions