রবিবার | ১৯ মে, ২০২৪

রাজস্থলীতে জেএসএস সদস্যকে অপহরণের অভিযোগ

প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০১৯ ১২:৩৭:২৩ | আপডেটঃ ১০ মে, ২০২৪ ০৬:৪৮:০৫  |  ১৩২৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির রাজস্থলীতে মংক্যসিং মারমা নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক সদস্যকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালের দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের তরুগুমুখ বৌদ্ধ বিহার থেকে তাকে অস্ত্রের মুখে টেনে-হেঁচড়ে অপহরণ করা হয় বলে দাবি করেছেন, সংগঠনটির রাজস্থলী উপজেলার সভাপতি পুলুখই মারমা। এ অপহরণ ঘটনার জন্য আরাকান লিবারেশন পার্টির (এএলপি) সশস্ত্র সন্ত্রাসীদের দায়ী করেন তিনি।

সংবাদ মাধ্যমে দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে পুলুখই মারমা বলেন, অপহৃত ব্যক্তি সংগঠনটির রাজস্থলী থানা শাখার সদস্য ও ২নং গাইন্দা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এবং গাইন্দা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য। মংক্যসিং মারমাকে পার্বত্য চুক্তিবিরোধী স্বার্থান্বেষী মহলের মদদে আরাকান লিবারেশন পার্টির (এএলপি) সশস্ত্র সন্ত্রাসীরা ওই বৌদ্ধ বিহার থেকে অপহরণ করে নিয়ে গেছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নিরীহ মংক্যসিং মারমাকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অক্ষত অবস্থায় মংক্যসিং মারমাকে উদ্ধারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অহিদ উল্ল্যাহ সরকার বলেন, থানায় এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions