শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪
রাঙামাটি আসনে ইউপিডিএফ সমর্থিত দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

“রাঙামাটিতে ইউপিডিএফ কাকে সমর্থন দিনে পরে জানাবে”

প্রকাশঃ ০৯ ডিসেম্বর, ২০১৮ ০৯:০৬:৫২ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০১:০১:৩৩  |  ১২২৯
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে ইউপিডিএফ সমর্থিত দুই প্রার্থী সচিব চাকমা ও শান্তিদেব চাকমা তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা শান্তি দেব চাকমা গত ৬ ডিসেম্বর ও সচিব চাকমা আজ ৯ ডিসেম্বর তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন।
ইতিপূর্বে ২ ডিসেম্বর মনোনয়ন বাছাইয়ে তাদের উভয়ের মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছিল।

তাদের দুইজনের মনোনয়ন প্রত্যাহারের পর রাঙামাটি আসনে ইউপিডিএফের আর নিজস্ব দলীয় কোন প্রার্থী থাকলো না। তবে পার্টি নির্বাচনে এই আসনে কাকে সমর্থন দেবে তা যথা সময়ে জানানো হবে।

ইউপিডিএফের তথ্য ও প্রচার সম্পাদক নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions