শনিবার | ১৮ মে, ২০২৪

রাঙামাটিতে ৯ ঘন্টার পর বাস চলাচল শুরু

প্রকাশঃ ২৫ অক্টোবর, ২০১৮ ০৭:১১:৪৬ | আপডেটঃ ১০ মে, ২০২৪ ১০:৪২:৩২  |  ৯০৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের হাতে পরিবহন শ্রমিক নির্যাতন এবং এক শ্রমিককে কারাদন্ড দেয়ার  প্রতিবাদে রাঙামাটিতে ডাকা বাস ধর্মঘট ৯ঘন্টা পর প্রত্যাহার করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২ট্ পর্যন্ত রাঙামাটি চট্টগ্রাম ও রাঙামাটি খাগড়াছড়ি সড়কে বাস চলাচল বন্ধ রাখে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হলে দূর্ভোগে পড়ে দূরপাল্লার যাত্রীরা।

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে পরিবহন শ্রমিককে মারধর করে পুলিশ এবং ভ্রাম্যমান আদালত এক শ্রমিককে ৩মাসের জেল দেয়  এর প্রতিবাদে ও দোষী পুলিশের শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক শ্রমিকঐক্য পরিষদ।

রাঙামাটি চট্টগ্রাম শ্রমিক মালিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মাইন উদ্দিন সেলিম জানান, চট্টগ্রামের শ্রমিক ইউনিয়নের কর্মসূচিতে সংহতি জানিয়ে সমমনা সব সংগঠন ধর্মঘট পালন করছে। যার প্রেক্ষিতে রাঙামাটিতেও সকাল সন্ধ্যা বাস ধর্মঘট চলছে। তবে আমরা দুপুর ২টার পর ধর্মঘট প্রত্যাহার করি এবং বাস চলাচল শুরু হয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions