রবিবার | ০৫ মে, ২০২৪

বৈসাবি উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশঃ ০৪ এপ্রিল, ২০২৪ ০৩:৫৪:৪৪ | আপডেটঃ ০৫ মে, ২০২৪ ০৭:৩৪:১১  |  ২৬৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্রগ্রামে সামাজিক উৎসব বিজু-সাংগ্রাই-বৈষু-বিহু উপলক্ষে রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে  আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । বৃস্পতিবার সকালে রাঙামাটি রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হলরুম প্রাঙ্গণে এই অর্থ সহায়তা প্রদান করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি ।

এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেন , বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। এধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ী এলাকায় জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে সর্বদা থাকতে বদ্ধপরিকর। এ ধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ২১জন দু:স্থ ও হত দরিদ্রকে  লক্ষাধিক টাকা সহায়তা করা হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions