শনিবার | ১৮ মে, ২০২৪
পার্বত্য চট্টগ্রাম

স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন পাশের দাবিতে মানববন্ধন

প্রকাশঃ ২৫ অক্টোবর, ২০১৮ ০৭:০৯:৩৩ | আপডেটঃ ১৫ মে, ২০২৪ ০২:২৮:২৩  |  ৯১৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন ২০১৮ বিলটি দ্রুত পাস করে প্রজ্ঞাপন জারীর দাবীতে  আকর্ষণ করে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে পার্বত্য অঞ্চলের জমি অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্থ জনগন।

আজ বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে ঘন্টা ব্যাপী মানববন্ধনে ক্ষতিগ্রস্থরা পার্বত্য অঞ্চলের ভূমি অধিগ্রহণ বিলটি দ্রুত প্রজ্ঞাপন জারীর জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

ক্ষতিগ্রস্থরা বলেন, সরকারের প্রয়োজনে সরকার জমি অধিগ্রহণ করছে কিন্তু সমতলে অধিগ্রহণকৃত জমির মুল্য পাচ্ছে ৩০০ শতাংশ । অথচ বর্তমানেও ১৯৫৮ সালের আইনের আদলে ১৫% হারে সরকার জমি অধিগ্রহণ করছে। এই বৈষম্য দুর করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে ক্ষতিগ্রস্থ জনগন।

মানববন্ধনে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন নীলমনি মল্লিক, তাপস দেওয়ান ও কনক দেবনাথ।

পরে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions