রবিবার | ০৫ মে, ২০২৪

রাজস্থলীতে আনসার ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশঃ ২৪ অক্টোবর, ২০১৮ ০৮:৪১:৪৯ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ১১:১৭:১৭  |  ৭৮৬
সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা” এই শ্লোগান সামনে রেখে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে সমাবেশ- ২০১৮ আজ সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা মোঃ হাশিবুল হাসান, প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা নুরুন্নবী খন্দকার।
আজগার আলী খানের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপির কর্মকতা মর্জিনা বেগম, আনসার ভিডিপির কোম্পানি কমান্ডার আবদুল আওয়াল, সাংবাদিক হারাধন কর্মকার, রিমি আকতার প্রমুখ। সমাবেশ আনসার ভিডিপির পিসি, এপিসি, ইউনিয়ন দলনেতা, হাবিলদার ও সদস্য, সদস্যাদের মাঝে ছাতা, বাইসাইকেলসহ ক্রীয়া সামগ্রী বিতরন করা হয়। সমাবেশে প্রধান অতিথি অথিনসিন মারমা বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর পাশাপাশি আনসার ভিডিপিও নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও শান্তি সম্প্রীতি বজায় রাখার আহবান জানান।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions