শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪

নানিয়ারচর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক রিপন আলো বড়ুয়া ও মিসেস করবী খীসা

প্রকাশঃ ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০৯:২৭:১৯ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৯:৫৬:৪০  |  ১৬৮৫
সিএইচটি টুডে ডট কম, নানিয়াচর (রাঙামাটি)।  রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলা পর্যায়ের বাছাইকৃত প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক রিপন আলো বড়–য়া ও শিক্ষিকা মিসেস করবী খীসা নির্বাচিত হয়েছেন।

সৃজনশীল চিন্তা,চেতনা,দক্ষতা, ও কর্মপরিধির সকল বাধা পেড়িয়ে মহান পেশা শিক্ষাকতার সোনালী অর্জন ও সম্মানের চূড়ায় অধিষ্ঠিত হলেন এই দুজন শিক্ষানুরাগী সহকারী শিক্ষক।

তাদের মধ্যে  একজন নানিয়ারচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন আলো বড়ুয়া, অন্যজন  চৌধুরী ছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিসেস করবী খীসা।

গত ১৬ই সেপ্টেম্বর -২০১৮ ইং নানিয়ারচর উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ের এক নির্দেশনা মোতাবেক তাদের শ্রেষ্ঠ শিক্ষকের এই সম্মান প্রদান করা হয়।

এই সম্মানের মধ্য দিয়ে শিক্ষাক্ষেত্রে নতুনত্ব সৃষ্টিতে সহায়ক হলো,অন্য সকল শিক্ষকগনের মধ্যেও সেই শ্রেষ্টত্ব অর্জনের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয়।
শীগ্রই শ্রেষ্ঠ শিক্ষকদের  শিক্ষক সমিতি থেকে  সংবর্ধনা জানানো হবে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions