বৃহস্পতিবার | ২১ নভেম্বর, ২০২৪

পর্যটকে ভরপূর বান্দরবান, খালি নেই হোটেল-মোটেল-রিসোর্ট

প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০২১ ১১:২৪:০০ | আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ০৬:৩০:৩৭  |  ১৫৬৫

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান টানা তিনদিনের ছুটিতে বান্দরবানে পর্যটকে ভরপূর হয়ে গেছে  আর এতে কোন হোটেল-মোটেল রিসোর্টের কোনো কক্ষ  খালি নেই ১৬-১৮ ডিসেম্বর পর্যন্ত এসব হোটেল-মোটেলের সবগুলো কক্ষ বুকিং হয়ে রয়েছে       


পর্যটন নগরী বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যেকোন বন্ধে বান্দরবানে ঘুরতে যায় হাজার হাজার পর্যটক,আর শীতে পর্যটকের সংখ্যা বাড়ে কয়েকগুণ  সকাল থেকে  বান্দরবানের বিভিন্নস্থান ঘুরে দেখা যায় সব হোটেল-মোটেল রিসোর্ট পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এতে খুশি আবাসিক হোটেলের মালিক-কর্মচারীরাও  করোনাকালীন ক্ষতি  অনেকটা পুষিয়ে নিতে পারবে বলে প্রত্যাশা করছে বান্দরবানের হোটেল হিল ভিউ, হোটেল হিলটন, হোটেল রিভার ভিউ , হোটেল প্লাজা,হোটেল গ্রীনল্যান্ডসহ সকল আবাসিক হোটেলের কক্ষ পরিপূর্ণ  এদিকে তিনদিনের ছুটিতে বান্দরবান বেড়াতে গিয়ে খুশি পর্যটকরা 


বান্দরবানের আবাসিক হোটেল-মোটেল, রিসোর্ট মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ জানান,বিজয় দিবস আর বৃহস্পতি,শুক্র এবং শনিবার বন্ধ পেয়ে বান্দরবানে কয়েক হাজার পর্যটকের আগমন হয়েছে আর এতে জেলা সদরে কোন হোটেলে আর রুম নেই,দীর্ঘদিন পরে জমজমাট হয়েছে বান্দরবান    


এদিকে বান্দরবান ট্যুরিস্ট পুলিশর ইনচার্জ মো.আমিনুল হক বলেন, বান্দরবানে পর্যটকদের নিরাপদ ভ্রমনে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে, পর্যটকেরা যাতে বান্দরবানে সকল পর্যটন কেন্দ্রে ভ্রমন করে আবার নিরাপদে নিজ নিজ গন্তবে যেতে পারে সেজন্য  পুলিশের সদস্যরা  নিয়মিত তদারকি অব্যাহত রেখেছে             

পর্যটন |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions