আদালতের এজলাসে ২ আইনজীবীর বাকবিতন্ডা, আইনজীবীর চেম্বারে হামলার অভিযোগ সাফ চ্যাম্পিয়নশীপ বিজয়ী মনিকাকে সেনাবাহিনীর সংবর্ধনা বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ৪জন সচেতনতা তৈরিতে রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সপ্তাহের উদ্বোধন জেলা পরিষদে বঞ্চিত' ৪ উপজেলার প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ঈদুল আযহা উপলক্ষে রাঙ্গামাটির সাজেকে পর্যটক আকর্ষণে রিসোর্ট ও কটেজে ১৫% ছাড় ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কটেজ মালিক সমিতি অব সাজেকের সহ-সভাপতি চাইথোয়াই অং চৌধুরী জয়।
তিনি জানান, ঈদুল ফিতরের পর থেকে সাজেকে পর্যটক কমে গেছে। মৌসুমে এ সময়ে যেখানে পর্যটকে ভরপুর থাকত সেখানে এখন ফাঁকা সব রিসোর্ট কটেজ। অলস সময় পার করছেন দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা। একই অবস্থা খাবার হোটেল সহ অন্যান্য ব্যবসায়ীদের। বিগত দুই মাস ধরে পর্যটক কম আসায় বন্ধ হয়ে গেছে বেশকিছু কটেজ ও খাবার হোটেল। যারা চালু রেখেছেন তারাও লোকসানে। এসব বিষয় বিবেচনা করে ঈদুল আযহাকে সামনে রেখে ২৪ জুন থেকে যারা সাজেকের রিসোর্ট, কটেজে বুকিং করবেন তাদের রুম ভাড়ার উপর ১৫% ছাড় দেয়া হবে। আগামী এক মাস এ ছাড় কার্যকর থাকবে।
দার্জিলিং রিসোর্টের মালিক ও সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম জানান, ঈদুল আযহাকে ঘিরে কিছু বুকিং হচ্ছে। আশা করছি দুই মাস যে অচলাবস্থা ছিল তা কেটে যাবে।