দেশের ব্যাপক সংস্কার নির্বাচিত সরকার করবে, দ্রুত নির্বাচন দিন: ওয়াদুদ ভূইয়া মহালছড়িতে সেনা জোন কর্তৃক প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা সমন্বয় সভা বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন খাগড়াছড়িতে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলি রাঙামাটির সহিংসতায় কোটির টাকার ক্ষতি তবুও ঘুরে দাঁড়ানোর চেষ্টা রাসেল চাকমার
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ঈদুল আযহা উপলক্ষে রাঙ্গামাটির সাজেকে পর্যটক আকর্ষণে রিসোর্ট ও কটেজে ১৫% ছাড় ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কটেজ মালিক সমিতি অব সাজেকের সহ-সভাপতি চাইথোয়াই অং চৌধুরী জয়।
তিনি জানান, ঈদুল ফিতরের পর থেকে সাজেকে পর্যটক কমে গেছে। মৌসুমে এ সময়ে যেখানে পর্যটকে ভরপুর থাকত সেখানে এখন ফাঁকা সব রিসোর্ট কটেজ। অলস সময় পার করছেন দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা। একই অবস্থা খাবার হোটেল সহ অন্যান্য ব্যবসায়ীদের। বিগত দুই মাস ধরে পর্যটক কম আসায় বন্ধ হয়ে গেছে বেশকিছু কটেজ ও খাবার হোটেল। যারা চালু রেখেছেন তারাও লোকসানে। এসব বিষয় বিবেচনা করে ঈদুল আযহাকে সামনে রেখে ২৪ জুন থেকে যারা সাজেকের রিসোর্ট, কটেজে বুকিং করবেন তাদের রুম ভাড়ার উপর ১৫% ছাড় দেয়া হবে। আগামী এক মাস এ ছাড় কার্যকর থাকবে।
দার্জিলিং রিসোর্টের মালিক ও সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম জানান, ঈদুল আযহাকে ঘিরে কিছু বুকিং হচ্ছে। আশা করছি দুই মাস যে অচলাবস্থা ছিল তা কেটে যাবে।