শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

রোয়াংছড়িতে ২য় দফায় ১২০ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঘর

প্রকাশঃ ২০ জুন, ২০২১ ০৩:০১:০১ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৪:৩৯:১৯  |  ৭০৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রোয়াংছড়িতে ২য় দফায় ১২০পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর ঘর। আজ রোববার সকালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন-গৃহহীন ১২০ পরিবারকে জমির কাগজ ও ঘরের চাবি এবং ঘর বুঝিয়ে দেন।

অনুষ্টানের পরে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি নতুন ঘর পাওয়া বিভিন্ন ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন এলাকা ঘুরে নবনির্মিত ঘরগুলো পরিদর্শন করেন।

অনুষ্টানে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্ল্যাহ আল জাবেদ,উপজেলা চেয়ারম্যান    চহাই মং মারমা ,ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ময়নুল ইসলামসহ বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।

রোয়াংছড়ি উপজেলা প্রশাসন জানান, ১ম পর্যায়ে রোয়াংছড়ি উপজেলায় ৯০জন ও ২য় পর্যায়ে ১২০জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিববর্ষ উপলক্ষ্যে জমির কাগজ ও ঘরের চাবি বুঝিয়ে দেয়া হয়েছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions