বৃহস্পতিবার | ১৬ জানুয়ারী, ২০২৫

রাঙামাটিতে ১০দিনব্যাপী লোক ও কারু মেলা শুরু

প্রকাশঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ০৬:০২:৫০ | আপডেটঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ১০:০৪:৩৮  |  ১৫৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই শ্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে রাঙামাটিতে শুরু হয়েছে লোক ও কারু মেলা। 

বৃহস্পতিবার বিকালে রাঙামাটির বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর স্টেডিযামে ফেতা কেটে ও বেলুন উড়িয়ে ১০ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: হাবিব উল্লাহ। এ সময়ে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট জেনালের মো. এরশাদ হোসেন চৌধুরীর, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাসব্যাপী তারুণ্যের উৎসবে এই মেলা গুরুত্বপূর্ণ এক কর্মসূচী। মেলার মাধ্যমে স্থানীয় লোক সংস্কৃতি তুলে ধরা হবে। দেশ বদলাতে তরুনদের এগিয়ে আসার আহাবানও জানানো হয়।  

আজ থেকে শুরু হওয়া মেলা চলবে ২৫ জানুয়ারী পর্যন্ত। চালু থাকবে সকাল ৯ টা থেকে রাদ ৯ টা পর্যন্ত। মেলায় বিভিন্ন পণ্যের ১ শ ২০ টি স্টল রয়েছে। জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনীও স্টলও রাখা হয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions