রাঙামাটিতে ১০দিনব্যাপী লোক ও কারু মেলা শুরু বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের অভিযানে তিন ইটভাটা বন্ধ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকায় ‘আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে ব্যবসায়ীদের মানববন্ধন
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়িতে ০৩ (তিন) ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
১৬ জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন মামলা নং- ১২০৪/২০২২ ও ১৩৭০৫/২০২২ এর আদেশ অনুযায়ী ৩ (তিন)টি ইটভাটায় ইটপ্রস্তুত ও পুরানো কার্যক্রম বন্ধ করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার।
এসময় এমএমসি, কেবিএম ও ফাইভ স্টার ইটভাটা বন্ধ ঘোষণা করার পাশাপাশি তিন ইটভাটা মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে পানির সাহায্যে কয়েক হাজার কাঁচা ইট ধংস করা হয়েছে। পরে ইট ভাটা বন্ধের নোটিশ লাগিয়ে দেওয়া হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন মহামান্য হাইকোর্ট এর নির্দেশনা মোতাবেক অত্র উপজেলায় ৩ (তিন) টি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করি এবং মহামান্য হাইকোর্ট এর যে নির্দেশনা সেটা বাস্তবায়ন এর জন্য এসব ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। সেই সাথে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়েছে।