সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, জেলা জামায়াতের আমির মো: আব্দুল আলিম, জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ, প্রতিবন্ধী স্কুলের সাধারন সম্পাদক মো: নুরুল আবছার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীনের প্রাক্কালে ষড়যন্ত্রকারীরা দেশের সুর্য সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করে। তারা বেচে থাকলে দেশ হয়তো আরো এগিয়ে যেতো।
বুদ্ধিজীবিরা বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান আহবান জানানো হয়।