সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বিশিষ্ট সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও শিক্ষক মোস্তফা কামালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের রিজার্ভ বাজারস্থ রাঙামাটি শিশু নিকেতন প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মোস্তফা কামাল স্মরণ সভা পরিষদের সদস্য শংকর হোড়ের সঞ্চলনায় বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাবেক সভাপতি সামশুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, অর্থ সম্পাদক পুলক চক্রবর্ত্তী, সাংবাদিক মোস্তফা কামাল স্মরণ সভা পরিষদের সদস্য রমজান আলী, রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দীপ্ত হান্নান, রিজার্ভ মুখ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক দেবব্রত দাশ দেবু, সাবেক শিক্ষার্থী রোকসানা আক্তার রুমা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মোঃ মোস্তফা কামাল উদ্দীন এবং সভাপতিত্ব করেন সাংবাদিক মোস্তফা কামাল স্মরণ সভা পরিষদের সদস্য আহমেদ ফজলুর রশীদ।
সভায় স্মৃতিচারণ করে বক্তারা বলেন, সাংবাদিক মোস্তফা কামাল ছিলেন একজন ক্ষণজন্মা ব্যাক্তিত্ব। শুধু সাংবাদিকতার ক্ষেত্রেই নয়, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনেও ছিল তাঁর দক্ষ পদচারণা। তিনি তাঁর মেধা ও শ্রমের মাধ্যমে নিজেকে এবং রাঙামাটিকে তুলে ধরেছেন এক অনন্য উচ্চতায়।
বক্তারা আরো বলেন, মোস্তফা কামাল নিজেকে সাংবাদিক ছাড়াও একজন শিক্ষক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। তাঁর অনেক ছাত্র-ছাত্রী আজ সফলতার সর্বোচ্চ শিখরে আরোহন করেছেন। তাঁদের সফলতার গল্পে মোস্তফা কামাল একটি গুরুত্বপূর্ণচরিত্র দখল করে আছেন।
সভা শেষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এবং শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।