বান্দরবানে ৫১ জন পেল জেলা প্রশাসনের আর্থিক অনুদানের চেক ৩৫০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে সুপেয় পানি ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম রাঙামাটি হানাদারমুক্ত দিবসে ছাত্র ইউনিয়নের প্রদীপ প্রজ্বলন ২৪ দফা দাবি নিয়ে রাঙামাটি সুজনের স্মারকলিপি পেশ কাউখালী ছিদ্দিক-ই- আকবর (রাঃ) দাখিল মাদরাসা ও শিশু সদন এর অভিবাক সম্মেলন অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শামসুল আলম, উপজেলা শিক্ষা অফিসার এমকে ইমাম উদ্দীন, লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযুদ্ধারা।
সভায় বক্তারা বলেন, সেই দিন পাকিস্তানী হানাদার বাহিনী দেশ স্বাধীন হওয়ার দুইদিন আগে এদেশকে মেধা শূন্য করতে দেশের সূর্য সন্তানদের ধরে নিয়ে গিয়ে হত্যা করে। পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর এই দেশ আবারোও ঘুরে দাঁড়ায়।