বৃহস্পতিবার | ১৯ ডিসেম্বর, ২০২৪

কাউখালীর দুই কিশোরকে কক্সবাজারে অপহরণ, ডিবির অভিযানে উদ্ধার

প্রকাশঃ ১২ ডিসেম্বর, ২০২৪ ০৪:১৭:৩৭ | আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ ০১:৪৭:০৮  |  ৮৪৫

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। রাঙামাটি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন থেকে কক্সবাজারে চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই কিশোরকে অপহরণ করার ৭ঘন্টার মধ্যে শ্বাসরুদ্ধ অভিযানে উদ্ধার করেছে কক্সবাজার ডিবি পুলিশ।


অপহরণের শিকার কিশোর'রা হলো আলোময় চাকমা' ছেলে অরিন চাকমা (১৮) একি এলাকার জহির চাকমা' ছেলে নিশ্ব চাকমা (১৬)

 

ডিবি পুলিশ পরিবার থেকে জানা যায়, কক্সবাজারে চাকরি দেওয়ার নাম করে দুর্বৃত্তদের  হাতে অপহরনের শিকার দুই কিশোরকে কক্সবাজার নিয়ে যায়।পরে  গাড়ি থেকে নামার পর তাদের কক্সবাজারের সদরের খুরুশকুল ইউনিয়নের এস এম পাড়াস্থ বাকখালী নদীর পাড়ের দিকে নিয়ে যায়। এরপরি পরিবারের কাছে মুঠোফোনে মুক্তিপণ দাবি করে।দ্রূত বিষয়টি পরিবার থেকে কক্সবাজার ডিবি পুলিশকে অভিযোগ করা হয়।


রাঙামাটি কাউখালী উপজেলা থেকে ভিকটিমের চাচা অর্জুন মনি চাকমা,স্থানীয় মোঃ তারেক হাসান , বন্যা চাকমা, মোঃ রাসেল দ্রূত কক্মবাজার গিয়ে খুজতে থাকেন।এরি মধ্যে   কক্সবাজার ডিবি পুলিশের এস আই মোঃ শাহিনুল ইসলামের নেতৃত্বে একটি টিম রাত সাত ঘন্টার শ্বাসরুদ্ধ অভিযান পরিচালনা করে গহীন পাহাড় থেকে রাত ১২টার দিকে  উদ্ধার করে ডিবি অফিসে নিয়ে আসেন।

 

কক্সবাজার ডিবি পুলিশের ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, চাকরির প্রলোভন দেখিয়ে কিছু দুর্বৃত্ত তাদের অপহরণ করে পাহাড়ে গহীন জঙ্গলে নিয়ে যায়,আমাদের একটি টিম অভিযোগ পাওয়ার পর থেকে দীর্ঘ সাত ঘন্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করি। দুই কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions