বান্দরবানে ৫১ জন পেল জেলা প্রশাসনের আর্থিক অনুদানের চেক ৩৫০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে সুপেয় পানি ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম রাঙামাটি হানাদারমুক্ত দিবসে ছাত্র ইউনিয়নের প্রদীপ প্রজ্বলন ২৪ দফা দাবি নিয়ে রাঙামাটি সুজনের স্মারকলিপি পেশ কাউখালী ছিদ্দিক-ই- আকবর (রাঃ) দাখিল মাদরাসা ও শিশু সদন এর অভিবাক সম্মেলন অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার নতুন কমিটি অদ্য (৯ ডিসেম্বর) সোমবার সন্ধ্যায় গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মোঃ হাবীব আজমের স্বাক্ষরে ৫২ সদস্যের এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
পিসিসিপি নবগঠিত কমিটিতে আগামী এক বছরের জন্য নেতৃত্ব দিবেন সভাপতি হিসেবে মো: তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: মিজানুর রহমান।
পার্বত্য চট্টগ্রামের একমাত্র সন্ত্রাস ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনটির নবগঠিত এই কমিটি পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে নেতৃত্ব দানে ও বাংলাদেশের এক-দশমাংশ অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।