বৃহস্পতিবার | ১৯ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটির কাউখালীতে বেগম রোকেয়া দিবস পালিত

প্রকাশঃ ০৯ ডিসেম্বর, ২০২৪ ০৯:০৩:৪৩ | আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৪:৪৯  |  ১২৮

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য বাঙালি নারী শিক্ষার অগ্রদূত এবং সমাজ সংস্কারক বেগম রোকেয়ার অবদানকে স্মরণ করতে আজ কাউখালীতে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।


এছাড়াও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এক র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে বেগম রোকেয়া দিবস শীর্ষক এক আলোচনা সভা অনুস্টিত হয়।


কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহকারী কাউখালী কৃষি কর্মকর্তা মোঃ রাসেল সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা নীতা চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহাব উদ্দিন, শিক্ষা কর্মকর্তা মানস মুকুর চাকমা প্রমুখ।


আলোচনা সভায় বক্তারা   সুবিধাবঞ্চিত নির্যাতিত অসহায় নারীদের অবস্থার উন্নয়নে কাজ করে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions