বৃহস্পতিবার | ২১ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে মানবেন্দ্র নারায়ন লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশঃ ১০ নভেম্বর, ২০২৪ ০৩:১০:১৪ | আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ ০৮:৩১:১১  |  ২২৯

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে প্রভাতফেরী শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ (এমএন) লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে জেলা শহরের মহাজনপাড়া সূর্যশিখা ক্লাবের সামনে থেকে প্রভাতফেরী করে চেঙ্গী স্কয়ারে গিয়ে এমএন লারমার স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অংশুমান চাকমা, সাংগঠনিক সম্পাদক সুধাকর চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিকের সাংগঠনিক সম্পাদক অমর চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা সদর থানা কমিটির সাংগঠনিক সম্পাদক ভোলেশ্বর ত্রিপুরা সহ পাহাড়ি ছাত্র পরিষদ, মহিলা সমিতি, হিল উইমেন্স ফেডারেশন, নাগরিক সমাজ স্মৃতি ভাস্কর্যে গিয়ে পাহাড়ি জাতির অন্যতম নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

 

প্রভাতফেরী শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০ টায় জেলা সদরের তেতুলতলায় সংগঠনের দলীয় কার্যালয়ে স্মরণসভা সন্ধ্যায় স্মৃতি ভাস্কর্যে প্রদীপ প্রজ্জলন কর্মসূচি রয়েছে। 

 

প্রসঙ্গত, এমএন লারমা অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের প্রথম সংসদ সদস্য ছিলেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়িতে নিজের প্রতিষ্ঠিত দলের বিপৎগামীদের গুলিতে মৃত্যুবরণ করেন। 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions