বৃহস্পতিবার | ২১ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, কাল সড়ক অবরোধ

প্রকাশঃ ৩০ অক্টোবর, ২০২৪ ০২:৫৭:৩৩ | আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ০৩:৫৮:৩৯  |  ৬৩৩

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে  ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী নিহত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় ঘটনা ঘটে। এতে ইউপিডিএফ কর্মী সিজন চাকমা, শাসন ত্রিপুরা জয়েন চাকমা ঘটনাস্থলে নিহত হয় বলে দাবী করেন ইউপিডিএফর সংগঠক অংগ্য মারমা। 

 

ঘটনার প্রতিবাদে আগামীকাল খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিএফ। 

 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন জানান, সকালে পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইউপিডিএফর - জন নিহত হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে শুনছি। দুর্গম এলাকা হওয়ায় পুলিশ এখনও পৌঁছাতে পারেনি। 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions