আদালতের এজলাসে ২ আইনজীবীর বাকবিতন্ডা, আইনজীবীর চেম্বারে হামলার অভিযোগ সাফ চ্যাম্পিয়নশীপ বিজয়ী মনিকাকে সেনাবাহিনীর সংবর্ধনা বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ৪জন সচেতনতা তৈরিতে রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সপ্তাহের উদ্বোধন জেলা পরিষদে বঞ্চিত' ৪ উপজেলার প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে অন্তর্বর্তীকালীন জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বৃহস্পতিবার বিকেলে পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের বিষয়টি জানানো হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ ও সংশোধিত আইন
১৯৯৭ এর ১৬ (ক)
এর ৪ উপধারা এবং
সংশোধিত আইন ২০১৪ এর ২ (২)
উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে।
নতুন অন্তর্বর্তীকালীন পরিষদে খাগড়াছড়িতে চেয়ারম্যান পদে জিরুনা ত্রিপুরা। এ ছাড়া সদস্য
হিসেবে রয়েছেন আরও ১৪ জন।
খাগড়াছড়ি ছাড়াও রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য
জেলা পরিষদে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান-সদস্য নিয়োগ করা হয়েছে। রাঙ্গামাটিতে কাজল তালুকদার ও বান্দরবানে অধ্যাপক
থানজামা লুসাইকে নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেক
পরিষদে ১৪ জন করে
সদস্য রয়েছেন।
উল্লেখ, ৫ আগষ্ট ছাত্র
জনতার বিপ্লবের পর তিন পার্বত্য
জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা পালিয়ে
গা ঢাকা দেয়ায় অচলাবস্থা তৈরী হয় পার্বত্য জেলা
পরিষদগুলো পরিচালায়।