কাপ্তাই বিজিবির উদ্যোগে জুরাছড়ির দূর্গম সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় স্কুল ঘর নির্মাণ বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে ৮৪জন মিয়ানমার নাগরিককে পুশব্যক ৪৮ ঘন্টার মধ্যে ঘোষিত এ প্রজ্ঞাপন বাতিল করা না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি রাঙামাটিতে সুজনের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কাউখালী কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়সভা
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে অন্তর্বর্তীকালীন জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বৃহস্পতিবার বিকেলে পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের বিষয়টি জানানো হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ ও সংশোধিত আইন
১৯৯৭ এর ১৬ (ক)
এর ৪ উপধারা এবং
সংশোধিত আইন ২০১৪ এর ২ (২)
উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে।
নতুন অন্তর্বর্তীকালীন পরিষদে খাগড়াছড়িতে চেয়ারম্যান পদে জিরুনা ত্রিপুরা। এ ছাড়া সদস্য
হিসেবে রয়েছেন আরও ১৪ জন।
খাগড়াছড়ি ছাড়াও রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য
জেলা পরিষদে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান-সদস্য নিয়োগ করা হয়েছে। রাঙ্গামাটিতে কাজল তালুকদার ও বান্দরবানে অধ্যাপক
থানজামা লুসাইকে নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেক
পরিষদে ১৪ জন করে
সদস্য রয়েছেন।
উল্লেখ, ৫ আগষ্ট ছাত্র
জনতার বিপ্লবের পর তিন পার্বত্য
জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা পালিয়ে
গা ঢাকা দেয়ায় অচলাবস্থা তৈরী হয় পার্বত্য জেলা
পরিষদগুলো পরিচালায়।