সোমবার | ০৯ ডিসেম্বর, ২০২৪

নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে বান্দরবানে অভিযান, জরিমানা আদায়

প্রকাশঃ ০৫ নভেম্বর, ২০২৪ ০৪:১৫:০১ | আপডেটঃ ০৯ ডিসেম্বর, ২০২৪ ০৫:২২:০১  |  ৪৪৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধ পলিথিন ব্যবহার ও বাজার জাতকরণের বিরুদ্ধ বান্দরবানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা এই অভিযান পরিচালনা করেন।

এসময় বান্দরবান পৌর এলাকার বাজারের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় এবং সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ,বিতরণ,বাণিজ্যিক উদ্দ্যেশে পরিবহণ ও বিক্রয়ের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ২টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় অভিযানে মের্সাস জাফর ষ্টোর থেকে ১১০কেজি নিষিদ্ধ পলিথিন/ পলিপ্রাইলিন শপিং ব্যাগ এবং ওয়ান টাইম কালেকশন ষ্টোর থেকে ৭কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতে নেতৃত্বদানকারী বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা জানান, ১নভেম্বর থেকে সারাদেশে নিষিদ্ধ পলিথিন/ পলিপ্রাইলিন শপিং ব্যাগ বন্ধে অভিযান চলছে এবং এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। তিনি আরো জানান , প্লাস্টিক দূষণ রোধ করে বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়তে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধ পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধ করতে হবে এবং পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ ব্যবহার করতে সবাইকে সচেতন হতে হবে।

এসময় পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.রেজাউল করিমসহ উপজেলা প্রশাসনের কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions