বান্দরবানে চুরির মামলার আসামী গ্রেফতার , স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার এফপিএবি’র উদ্যোগে নির্যাতিত গর্ভকালীন মহিলাদের আর্থিক অনুদান প্রদান সমাজের উন্নয়নে যুব সমাজকে আরো এগিয়ে আসতে হবে : মো.সাইফুল ইসলাম রাঙামাটিতে পাহাড়ের জুমে উৎপাদিত কৃষি পণ্যের প্রদর্শনী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পাচারকালে খাগড়াছড়ি থেকে ৬ বিপন্ন হিল ময়না উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার সকাল ১১ টার দিকে খাগড়াছড়ি শহরের একটি বাস কাউন্টার থেকে বিপন্ন প্রজাতির এসব পাখি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা।
তিনি বলেন," একটি চক্র বিপন্ন প্রজাতির হিল বা পাহাড়ি ময়না খাগড়াছড়ি থেকে ফেনীতে পাচার করছিল।গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়র ফেনীগামী একটি যাত্রীবাহী বাস থেকে বাচ্চাসহ ৬ টি হিল ময়না উদ্ধার করি। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। ময়নাগুলো উদ্ধার করে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। '
এসম তিনি আরো বলেন,"হিল ময়নাসহ যে কোন বন্যপ্রানী পাচার রোধে বন বিভাগ কাজ করছে। গত ৪ বছরে বিপন্ন প্রায় লজ্জ্বাবতী বানর,গয়াল,বন বিড়াল,মায়া হরিণ ,তক্ষক,হিল ময়না ৩১ টি বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করেছে খাগড়াছড়ি বন বিভাগ।'
প্রসঙ্গত, হিল ময়না ২০১২ সালের বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সংরক্ষিত।