বান্দরবানে চুরির মামলার আসামী গ্রেফতার , স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার এফপিএবি’র উদ্যোগে নির্যাতিত গর্ভকালীন মহিলাদের আর্থিক অনুদান প্রদান সমাজের উন্নয়নে যুব সমাজকে আরো এগিয়ে আসতে হবে : মো.সাইফুল ইসলাম রাঙামাটিতে পাহাড়ের জুমে উৎপাদিত কৃষি পণ্যের প্রদর্শনী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট ডেস্ক। খাগড়াছড়িতে অসচ্ছল পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিট।
কাতার রেড ক্রিসেন্ট এর সহায়তায় ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের হলরুমে সদর উপজেলার বিভিন্ন এলাকার অসচ্ছল ৭৫ পরিবারকে পরিবার প্রতি দেড় কেজি হারে মাংস বিতরণ করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মাংস বিতরণ করেন।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (অবঃ) মোহাম্মদ সাইফুল্লাহ, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার, রেড ক্রিসেন্ট এর আজীবন সদস্য উশিং মং চৌধুরী প্রমূখ।
খাগড়াছড়ি যুব রেড ক্রিসেন্ট এর সার্বিক সহযোগিতায় বিতরণকার্য সম্পন্ন হয়েছে।