সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

প্রকাশঃ ১২ জুন, ২০২৪ ১২:৪০:৩৫ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ১১:৩১:১৩  |  ৪৯৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। শিশু শ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি- স্লোগানে খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন ও কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রাঙ্গামাটি কার্যালয়ের শ্রম পরিদর্শক মো. সোহেল রানা অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।

পার্বত্য জেলা খাগড়াছড়িতে কতজন শিশু শ্রমে নিয়োজিত আছেন তার তথ্য হালনাগাদে ডাটাবেজ তৈরীর কাজ চলমান রয়েছে জানিয়ে বক্তারা আরও বলেন, খাগড়াছড়ি সদর উপজেলাকে শিশু শ্রম মুক্ত করে মডেল জোন করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ৮ জন শ্রমজীবী শিশুকে চিহ্নিত করা হয়েছে এবং আরও তথ্য গ্রহণের কাজ চলমান রয়েছে। ডাটাবেজ তৈরীর কাজ শেষ হলে শিশুদের নিয়ে সচেতনতামূলক সভা করে ক্ষতিকর প্রভাব তুলে ধরার পাশাপাশি নগদ অর্থসহায়তা ও সুযোগ সুবিধা প্রদান করা হবেও বলে জানানো হয়।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions