সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

মানিকছড়িতে পিসিপি নেতা অংসালা মারমাকে আটকের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশঃ ২৫ মে, ২০২৪ ০২:০৮:৫৭ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৪:০৪:৪৩  |  ৫৯১

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনী কর্তৃক পিসিপি নেতা অংসালা মারমাকে অন্যায়ভাবে আটকের প্রতিবাদে এবং তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

আজ শনিবার (২৫ মে ২০২৪) সকাল ১০টায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মানিকছড়ি উপজেলা শাখা এই বিক্ষোভের আয়োজন করে

খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের জামতলা এলাকা থেকে একটি মিছিল বের করা হয় মিছিলটি পেট্রোলপাম্প এরাকা ঘুরে আবার জামতলায় এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়

সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি মানিকছড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি অংহ্লাচিং মারমা, নারী আত্মরক্ষা কমিটির মানিকছড়ি উপজেলা আহ্বায়ক মিলি মারমা, পিসিপি মানিকছড়ি উপজেলা শাখার অর্থ সম্পাদক আতুসে মারমা

বক্তারা অংসালা মারমাকে আটকের নিন্দা জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের সেনাশাসন জারি রেখে গণতান্ত্রিক আন্দোলনে নিয়োজিত নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে গতকাল অংসালা মারমা সাংগঠনিক কাজে মহামুনি হতে মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রী কলেজের দিকে মোটর সাইকেলযোগে যাবার পথে আমতলা নামক স্থান থেকে তাঁকেসহ মোটর সাইকেল চালক মংসাপ্রু মারমাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় পরে শারীরিক নির্যাতনের পর রাত ৮টার সময় তাদের থানায় হস্তান্তর করে মিথ্যা মামলা দেয়ার পাঁয়তারা চালানো হচ্ছে

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে নেতা-কর্মী আটক করে, মিথ্যা মামলা দিয়ে আমাদের ন্যায়সঙ্গত আন্দোলন দমন করা যাবে না অবিলম্বে এই অন্যায় দমন-পীড়ন বন্ধ করতে হবে

সমাবেশ থেকে বক্তারা আটক পিসিপি নেতা অংসালা মারমা মোটর সাইকেল চালক মংসাপ্রু মারমাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান অন্যথায় কঠোর কর্মসূচিরর মাধ্যমে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions