সিএইচটি টুডে
ডট কম, বান্দরবান । বান্দরবানের
রুমা সোনালী বাংক ভোল্ট
থেকে ১কোটি, ৫৯ লক্ষ,
৪৬ হাজার টাকা অক্ষত
অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিশ্চিত করেছেন মো. শাহনেয়াজ খালেদ,
অতিরিক্ত ডিআইজি, সিআইডি চট্টগ্রাম।
আজ বিকেল সাড়ে ৪
টায় তিনি বিষয়টি নিশ্চিত
করেন।
এর আগে সকাল থেকে সিআইডি ও এপিবিএন এর সদস্যরা দুপুর থেকে ব্যাংকের ভেল্ট পরীক্ষা করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে শেষে অক্ষত অবস্থায় টাকাগুলো উদ্ধার করে।
এর আগে গতকাল রাতে সশস্ত্র একটি সন্ত্রাসী দল রুমা সোনালী ব্যাংকে হামলা চালায় আর তারা ভল্ট ভাঙ্গার চেস্টা করে এবং পুরোপুরি ভাঙ্গতে না পেরে ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।