বৃহস্পতিবার | ০২ জানুয়ারী, ২০২৫

রুমা উপজেলার পর থানচি ব্যাংকে হামলা,টাকা লুট : নিরাপত্তা জোরদার

প্রকাশঃ ০৩ এপ্রিল, ২০২৪ ০২:৩৫:০৯ | আপডেটঃ ০১ জানুয়ারী, ২০২৫ ০৯:৩৫:১১  |  ৫৯৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রুমা উপজেলার পর এবার থানচি উপজেলার ২টি ব্যাংকে সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। ৩ এপ্রিল (বুধবার) দুপুর ১২টা  নাগাদ ২০জনের মত একটি সন্ত্রাসীদের দল থানচি বাজারে গিয়ে প্রথমে সোনালী ব্যাংকে লুট করে প্রায় ১৫ লক্ষ টাকা নিয়ে যায় পরে তারা কৃষি ব্যাংকে প্রবেশ করে ২লক্ষ ৪৫ হাজার টাকা লুট করে এবং ব্যাংকের বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

 থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুন বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে ঘটনার প্রেক্ষিতে দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে বান্দরবানের রুমা সোনালী ব্যাংক সহ বিভিন্নস্থান পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন এবং বলেন, কোন সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না। এসময় তিনি আরো বলেন, রুমা সোনালী ব্যাংকের ম্যানেজারকে উদ্ধারে আইনশৃংখলা বাহিনী কাজ করছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions