কাউখালী প্রেস ক্লাবের সদস্য পদ থেকে মো.ওমর ফারুককে বহিষ্কার পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি । রাঙামাটিতে রেজিস্ট্রেশনবিহীন ১০ সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে কোতোয়ালি থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির ট্রাফিক পুলিশ পরিদর্শক সারোয়ার মোহাম্মদ পারভেজ জানান, মঙ্গলবার রাঙামাটি জেলা শহরে রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়েছে। অভিযানে ১০টি সিএনজিঅটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত সোমবার আইনবহির্ভুতভাবে দুইটি সিএনজি অটোরিকশা আটকের অভিযোগে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের দুই উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে আদালতে মামলা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপারকে (সদর সার্কেল) ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন। এ ঘটনার পরদিনই রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চলাচল বন্ধে অভিযানে পুলিশ।
অটোরিকশার চালকরা বলছেন, মূলত আইনবহির্ভুতভাবে দুইটি সিএনজি অটোরিকশা আটকের অভিযোগ ও আদালত জব্দ তালিকা প্রেরণ না করায় পুলিশের দুই এসআইয়ের বিরুদ্ধে মামলার পরদিনই এই অভিযান চালায় পুলিশ।
এদিকে রাঙামাটি বিআরটিএর তথ্যমতে, জেলায় ১ হাজার ৪১৬টি রেজিস্ট্রেশন করা সিএনজিচালিত অটোরিকশা রয়েছে। তবে জেলা শহরে প্রায় ২ হাজারের অধিক অটোরিকশা চলাচল করছে। এরমধ্যে ১ হাজার ৪১৬টি অটোরিকশার অনেকগুলোই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। যে কারণে জেলায় রেজিস্ট্রেশনবিহীন (অনটেস্ট) গাড়ির সংখ্যা প্রায় হাজার খানেক। এতে করেই পুরো শহরজুড়েই অনটেস্ট গাড়ির ছড়াছড়ি। যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা করানোর কারণে প্রায়শই শহরের প্রাণকেন্দ্র বনরূপায় যানজট সৃষ্টি হয়।