সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি । রাঙামাটিতে রেজিস্ট্রেশনবিহীন ১০ সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে কোতোয়ালি থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির ট্রাফিক পুলিশ পরিদর্শক সারোয়ার মোহাম্মদ পারভেজ জানান, মঙ্গলবার রাঙামাটি জেলা শহরে রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়েছে। অভিযানে ১০টি সিএনজিঅটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত সোমবার আইনবহির্ভুতভাবে দুইটি সিএনজি অটোরিকশা আটকের অভিযোগে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের দুই উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে আদালতে মামলা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপারকে (সদর সার্কেল) ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন। এ ঘটনার পরদিনই রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চলাচল বন্ধে অভিযানে পুলিশ।
অটোরিকশার চালকরা বলছেন, মূলত আইনবহির্ভুতভাবে দুইটি সিএনজি অটোরিকশা আটকের অভিযোগ ও আদালত জব্দ তালিকা প্রেরণ না করায় পুলিশের দুই এসআইয়ের বিরুদ্ধে মামলার পরদিনই এই অভিযান চালায় পুলিশ।
এদিকে রাঙামাটি বিআরটিএর তথ্যমতে, জেলায় ১ হাজার ৪১৬টি রেজিস্ট্রেশন করা সিএনজিচালিত অটোরিকশা রয়েছে। তবে জেলা শহরে প্রায় ২ হাজারের অধিক অটোরিকশা চলাচল করছে। এরমধ্যে ১ হাজার ৪১৬টি অটোরিকশার অনেকগুলোই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। যে কারণে জেলায় রেজিস্ট্রেশনবিহীন (অনটেস্ট) গাড়ির সংখ্যা প্রায় হাজার খানেক। এতে করেই পুরো শহরজুড়েই অনটেস্ট গাড়ির ছড়াছড়ি। যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা করানোর কারণে প্রায়শই শহরের প্রাণকেন্দ্র বনরূপায় যানজট সৃষ্টি হয়।