শনিবার | ২৭ জুলাই, ২০২৪

বান্দরবানে ১১৫ একর জমির পপিক্ষেত ধবংস করলো বিজিবি

প্রকাশঃ ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৪৩:৪৭ | আপডেটঃ ২৬ জুলাই, ২০২৪ ০২:৪২:১৮  |  ২৭৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রুমা উপজেলায় ১১৫একর জমির পপিক্ষেত ধবংস করলো বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) এর সদস্যরা।

বিজিবি জানায়, ১৩ ফেব্রুয়ারী  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা উপজেলার বাজারপাড়া আর্মি ক্যাম্প হতে দক্ষিণ পূর্বকোণে ২নং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বগারমুখ পাড়া এলাকার উমবাক্ক পাহাড়ে একটি অভিযান পরিচালনা করে বিজিবির সদস্যরা।

এসময় সরকার কর্তৃক নিষিদ্ধ পপি চাষ করা ক্ষেত এর সন্ধান পায় বিজিবির সদস্যরা এবং রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর ক্যাপ্টেন ওয়াজেদুল মাহমুদ আসিফ এর নেতৃত্বে পাহাড়ে চাষকৃত প্রায় ১১৫একর জমির পপিক্ষেতের গাছ, ফুল ও ফল স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, ধ্বংসকৃত অবৈধ পপির ওজন আনুমানিক ২ হাজার ৮শত ৭৫ কেজি এবং যার আনুমানিক মূল্য ২১,৫৬,২৫,০০০/- (একুশ কোটি ছাপ্পান্ন লক্ষ পঁচিশ হাজার) টাকা।
দূর্গম পার্বত্য এলাকায় মাদক চোরাচালান নির্মূল/দমনে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এই ধরণের মাদক নির্মূল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions