বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

রাঙামাটি বধির বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

প্রকাশঃ ১১ জানুয়ারী, ২০২৪ ০৩:২২:০৪ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৫:৪৬:২৩  |  ৪৩৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি বধির (বাক-শ্রবণ) বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামবস্তিতে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানা।

রাঙামাটি বধির বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাছির উদ্দিনের সঞ্চালায় বধির কল্যাণ সমিতির সভাপতি কানু দাশ গুপ্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (দোভাষী) হাসিনা বেগম, বধির কল্যাণ সমিতির সহ-সভাপতি টিটু চৌধুরী (বধির) ও সাধারণ সম্পাদক মো. সাগর আলী (বধির) সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বধির শিক্ষার্থীরা বিদ্যালয়ের জায়গা, ক্লাস রুম, স্কুল ড্রেস ও ব্যাগের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানা প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
আলোচনা সভার পর প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এরপর তিনি বধির প্রতিবন্ধীদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions