রাঙামাটি বধির বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

প্রকাশঃ ১২ জানুয়ারী, ২০২৪ ০৩:২২:০৪ | আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ ১১:৫৪:৫৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি বধির (বাক-শ্রবণ) বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামবস্তিতে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানা।

রাঙামাটি বধির বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাছির উদ্দিনের সঞ্চালায় বধির কল্যাণ সমিতির সভাপতি কানু দাশ গুপ্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (দোভাষী) হাসিনা বেগম, বধির কল্যাণ সমিতির সহ-সভাপতি টিটু চৌধুরী (বধির) ও সাধারণ সম্পাদক মো. সাগর আলী (বধির) সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বধির শিক্ষার্থীরা বিদ্যালয়ের জায়গা, ক্লাস রুম, স্কুল ড্রেস ও ব্যাগের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানা প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
আলোচনা সভার পর প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এরপর তিনি বধির প্রতিবন্ধীদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions