চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
আজ শুক্রবার(২৯ ডিসেম্বর) সকালে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাউখালী উপজেলার জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বীর মুক্তিযোদ্ধা, মৌজার হেডম্যান, কার্বারী সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে রাঙামাটির জেলা প্রশাসকের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পিপিএম (বার) বলেছেন ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে কেউ যদি বাধা প্রদান করে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। কোন রকম অপ্রীতিকর ঘটনার জন্য কাউকে ছাড় দেওয়া হবে না।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুদৌহা চৌধুরী, কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর। রাঙামাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপার নির্বাচন সুষ্ট করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
অপরদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাউখালী উপজেলার ২০টি কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ভোট গ্রহন কর্মকর্তাদের দিনব্যাপি প্রশিক্ষন কর্মসূচি শুরু হয়েছে। পোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের মোট ৩৭৫ প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার অংশ নেয়। এরমধ্যে ২২ প্রিজাইডিং অফিসার, ১১৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ২৩৫ জন পোলিং অফিসার ছিলেন।