চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
মেহেদী হাসান সোহাগ, কাউখালী (রাঙামাটি)। রাঙামাটি কাউখালীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। রোববার উপজেলার কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি এলাকাতে রাঙামাটি সদর জোনের আওতাধীন কাউখালী আর্মি ক্যাম্পের উদ্যোগে এলাকার ২৩৫জন গরীব, অসহায় মানুষের মাঝে বিনামূল্যে এই চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এতে রাঙামাটি সিএম এইচ এর দক্ষ মেডিকেল অফিসার ও সদস্যরা চিকিৎসা সেবা পরিচালনা করেন। কাউখালী সেনা ক্যাম্প কমান্ডারের প্রত্যক্ষ তত্বাবধানে সার্বক্ষনিক মেডিকেল টিম পরিচালনা করা হয়।
কাউখালী ক্যাম্পের তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুশি এলাকার অসহায় মানুষ। এমন জনকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনার জন্য সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ।
এসময় সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, পাহাড়ের প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের অর্থনৈতিক অসচ্ছলতা ও যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন না। এ সব সুবিধাবঞ্চিত মানুষের কথা বিবেচনা করেই চিকিৎসা ক্যাম্পের আয়োজন।
দুর্গম জনপদের পাহাড়ি জনগোষ্ঠীকে নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সেনাবাহিনী পাহাড়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছে।